আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করছে না জাতীয় ঐক্যফ্রন্ট
শুক্রবার (২০ ডিসেম্বর) সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ঐক্যফ্রন্ট। শুক্রবার দুপুর ২টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।এর আগে বৃহস্পতিবার কাউন্সিলে যাওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়।
আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ ভুঁইয়াসহ তিন জনের একটি প্রতিনিধি দল ১৪ দলীয় জোট, ১৯ দলীয় জোট, জাতীয় পার্টি, গণফোরাম, বিকল্প ধারাসহ বিভিন্ন ডান ও বামপন্থী দলকে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। জিয়াউদ্দিন আহমেদ বলেছিলেন, জামায়াত ও কাদের সিদ্দিকী (কৃষক শ্রমিক জনতা লীগ) ছাড়া সব দলকেই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের সিনিয়র নেতারা আওয়ামী লীগের কাউন্সিলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতাসীন দলের কাউন্সিলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন দলীয় প্রধান শেখ হাসিনা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল তিনটা ১০ মিনিটে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২১তম জাতীয় এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। পোস্টার, ব্যানার, ফেস্টুন, তোরণ, আলোকসজ্জায় ঝলমল করছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলনে সারা দেশ থেকে সাড়ে ৭ হাজার কাউন্সিলর এবং ১৫ হাজার ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথির অংশ নেয়ার কথা রয়েছে।এ সম্মেলনে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য। দুইদিন ধরে চলবে এই সম্মেলন।